ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে। নির্বাচানী ডামাডোলে দেশটির রিপাবলকিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ততই বেফাঁস কথা-বার্তা বলছেন এবং অযৌক্তিক দাবি তুলছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে ‘নিঃসন্দেহে ভোট কারচুপি’ হবে বলে এরই মধ্যে দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
তার এই দাবিকে প্রত্যাখানের পাশাপাশি প্রেসিডেন্ট বারাক ওবামা ‘অভূতপূর্ব’ উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পকে অযথা ‘ঘেঙানি’ বন্ধ করতে বলেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।
সেই সঙ্গে ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্টের ‘চাটুকারিতার’ জন্য কঠোর সমালোচানও করেছেন ওবামা।
ওবামা জানান, হোয়াইট হাউজের নির্বাচন অনুষ্ঠানের আগেই সেই নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা করছেন ট্রাম্প। যা ‘অভূতপূর্ব’ বিষয়।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টিআই